টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (স্রেডা)’র আয়োজনে “সোলার ইরিগেশন পাম্পের গ্রিড ইন্টিগ্রেশন নির্দেশিকা-২০২০ সম্পর্কে সোলার ইরিগেশন উদ্যোক্তাদের অবহিতকরণ” শীর্ষক কর্মশালা অদ্য ৩০/১১/২০২০ খ্রি: তারিখ, সোমবার, সকাল ১০.৩০ ঘটিকায় Zoom ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় স্রেডার চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) জনাব মোহাম্মদ আলাউদ্দিন সভাপতিত্ব করেন। অনুমোদিত নির্দেশিকার উপর একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন জনাব মোঃ রাশেদুল আলম, সহকারী পরিচালক (সোলার), স্রেডা এবং প্রশ্নত্তোর পর্বটি মডারেশন করেন বেগম সালিমা জাহান, সদস্য (যুগ্মসচিব) নবায়নযোগ্য জ্বালানি, স্রেডা। উক্ত কর্মশালায় সোলার ইরিগেশন পাম্পের গ্রিড ইন্টিগ্রেশন নির্দেশিকা-২০২০ এর বিভিন্ন দিক ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।